এটি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এ বছর ঈদে কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রি হয়েছে। সংরক্ষণের অভাবে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে ব্যবসায়ী সচেতনরা বলছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা হলে উপজেলার প্রায় কোটি টাকার চামড়া এ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি চামড়া দুই থেকে তিনশত টাকা এবং সর্বোচ্চ পাঁচশত টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী কিতাব আলী জানান, এই চামড়া ১০ বছর আগেও হাজার ১২শ’ এবং সর্বোচ্চ পনেরশত টাকা দরে বিক্রি হয়েছে। ঈদের দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে এই চামড়া পৌর শহরের হাইস্কুল রোডে স্তুপাকারে মজুত করতে দেখা যায়।
জানাযায়, পৌর শহরসহ বিভিন্ন গ্রামে চামড়া ৩-৪শ টাকায় বিক্রি করতে হয়েছে, এ ছাড়া স্থনীয়ভাবে চামড়া কিনে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে, তারা অনেকটা বাধ্য হয়ে পানির দরে বিক্রি করতে হচ্ছে। বেশী দামে কিনে কম দামে বিক্রি করতে হয়েছে চামড়া গুলো। এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ নেয়ার প্রয়োজন।