রিয়াহিনাল ফারুক.
কয়েকদিন আগে পত্রিকায় ভূমিকম্প বিষয়ক একটা লেখা দেখেছিলাম। বিজ্ঞানীদের ভাষ্যমতে খুব শীঘ্রই দক্ষিণ-এশিয়ায় একটা বড় মাত্রার ভূমিকম্প হবে। যেটার প্রভাব বেশ ভালোভাবেই বাংলাদেশেও পড়বে। অর্থাৎ বাংলাদেশ আশঙ্কামুক্ত নয়। তবে আশ্বাস দেওয়া হয়েছে যে এমন কোনো বড় মাপের ভূমিকম্পের আভাস নেই কেননা বিগত ২০০ বছর বা তারও বেশি সময় ধরে বাংলার ভূখন্ডে এমন কোনো ভূমিকম্প হয়নি। আমরা যখন নৌকায় চড়ি তখন নদীর স্রোতে নৌকা দুলতে থাকে বা কাঁপতে থাকে। তখন কিন্তু আমাদের মনে কোনো ভয় থাকে না। আবার বিভিন্ন পার্কে গেলে এমন কিছু রাইড পাওয়া যায় যেগুলো কাঁপে বা দোলে। তখনও কিন্তু আমরা ভয় পাইনা বা ভয় পেলেও কোনো জীবননাশের আশঙ্কা থাকে না। ভূমিকম্পের ক্ষেত্রেও সবকিছু কাঁপতে থাকে তবে আমাদের আতঙ্ক সবকিছুকে ছাড়িয়ে যায়। অর্থাৎ যখনই আমাদের ভিত কেঁপে ওঠে তখনই আমরা ভয় পাই, রাইড-এ ভয় পাই না। এই বিষয়েরই আরেকটি উদাহরণ জঙ্গি হামলা। জঙ্গিরা তখনই সফল হয় যখন মানুষ ভয় পেয়ে যায়। তাদের এসব বিশৃংখল কর্মকা-ের মূল উদ্দেশ্যই হচ্ছে মানব মনের ভিতকে নাড়িয়ে দেওয়া। আমরা যদি ভয় না পাই তাহলেই তারা আর কিছু করতে পারবে না। জঙ্গিবাদ তো কোনো সীমানায় আবদ্ধ নেই, এর গন্ডি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইন্টারনেটের কল্যাণে মানবতাবিরোধী কাজগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরাও যদি সচেতন হই তাহলে এগুলো রোধ করা সম্ভব। এছাড়াও সরকার এসব বেশ ভালোভাবেই দমন করছে। আশা করা যায় এই শঙ্কট থেকে আমরা মুক্তি পাব। আমাদের সচেতনতাই আমাদের মুক্তি দেবে।
লেখক ঃ ছাত্রী, ৯ম শ্রেণি, ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজ।