বানিয়াচঙ্গ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে এরশাদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের ঈদগাহ বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এরশাদ জাতুকর্ণপাড়ার কিম্মত আলীর ছেলে। সে স্থানীয় ঈদগাহ বাজারে দর্জি ব্যবসা করত।
রোববার সন্ধ্যার দিকে তার লাশ খালের কাঁদাপানিতে পড়ে থাকতে দেখে তার ভাই পুলিশকে সংবাদ দেয়। পরে থানার এসআই মোস্তাক আহমদ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা জানিয়েছেন, এরশাদের লাশে পঁচন ধরেছে। তার দুটি হাত কাটা। স্থানীয়দের ধারণা দুবৃর্ত্তরা এরশাদকে খুন করে লাশ খালে ফেলেছে। এরশাদের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা আরও জানিয়েছেন, এরশাদ এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। কিন্তু তার পরিবারের কেউ থানায় জিডি করেননি।
এ ব্যাপারে জানতে থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসআই মোস্তাক আহমদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর মুঠোফোন দীর্ঘ সময় ধরে ব্যস্ত পাওয়া গেছে। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।