এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানে মঙ্গলবার রাত ৮টায় সাতাললেন ছোট মাঠে সরস্বতী পূজা উপলক্ষে জে.এস.সি পি.এস.সি ও এস.এস.সি কৃতকার্য মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে এক সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনষ্ঠানে সভাপতিত্ব করেন এ,কে,এম ওয়াছিব হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ভ্যালী সাধারন সম্পাদক যুবরাজ ঝরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদাবা ইউ,পি চেয়ানম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক পনচায়েত এর সভাপতি অনিরুদ্ধ বাড়াইক, হবিগঞ্জের দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদ আব্দুর রাজ্জাক রাজু, শামসুজ্জামান শামীম, আবু নাসের, দিলীপ নারায়ণ কৈরী, স্বপন কুমার সাওতাল, যুবলীগ নেতা শাফু প্রমূখ।
পরে আমন্ত্রীত অতিথি মেহমানঘন মেধাবী ছাত্র/ছাত্রী দের হাতে পুরুস্কার তুলে দেন।