বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত সুজনের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত সুজনের লাশ এলাকায় পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বার বার মূর্চা যায় তার বোন রাবেয়া।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
নিহত সুজন সরকার (২২) পশ্চিম জয়পুর গ্রামের মরহুম ইব্রাহিম ওরফে মিঠার বাপের ছেলে।
জানাজার নামাজে ইমামতি করেন তার চাচাত ভাই।
জানাজা নামাজ মূহুর্তে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ৮ গ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল, পাঁচ গ্রাম নেতা মো: ফয়সল মিয়া, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিম, সাবেক শ্রমিক নেতা আসকার আলী প্রমূখ।
নিহতের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মাষ্টার।
প্রসঙ্গত, গত রোববার (৪ সেপ্টেম্বর) ওমেরা কোম্পানীর রিজেক্ট সিলিন্ডার ক্রয় নিয়ে চারগাও-জয়পুর গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ সহ শতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সুজনকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়।