আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ শতাধিক আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্তায় ৭ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিবপাশা গ্রামের হিরা মিয়ার পুত্র মোর্শেদ ও মনু মিয়ার পুত্র তোফাজ্জুলের ফুটবল খেলা নিয়ে বাকবিত-া হয়। এর জের ধরে শনিবার সকালে হিরা মিয়ার পক্ষে সাবেক চেয়ারম্যান নলিউর রহমান ও মনু মিয়ার পক্ষে বর্তমান চেয়ারম্যান আলী আমজাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে শতাধিক আহত হয়। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ি ও আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে তোফাজ্জুল, জাহাঙ্গীর, রমজান আলী, সহিদ আলী, খেলু মিয়া, মবিন, আজিজুল, আব্দুল কাইয়ুম, সেকুল, মোর্শেদ, হিরা মিয়া, মনু মিয়াসহ অর্ধশতাধিক লোককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া হাবিবুল, সিরাজুল, অহিবুলসহ ৭ জনকে গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।