চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন রাস্তার উপর বালু রেখে ব্যবসা করার অপরাধে বালু ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি )তনময় ইসলাম ।
চুনারুঘাটের গাজিগঞ্জ বাজারের আঃ রহিমকে ১৫ হাজার, পাকুড়িয়া এলাকার বিপুল পাল ১৫ হাজার, আইতন বটতলায় কাজল মিয়াকে ১৫ হাজার, আসামপাড়া কামাল মিয়া ১০ হাজার ও রাজার বাজারে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ হাজার সহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে চুনারুঘাটের আমতলী, লাল চাঁন, উত্তর বাজারের সুলিলা নিবাসের সামনে ও অনিক ব্রিকস্ এর কাছে রাত দিন অবৈধ বালু বিক্রি হচ্ছে ।