এম.এইচ.কাজল,শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে : :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তরে সেনা সদস্য বহনকারী পিকআপের সাথে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে সেনা কর্মকর্তার স্ত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানায়, ঢাকা থেকে সেনা সদস্যের বহনকৃত একটি পিকআপ সিলেট ক্যানটনমেন্টের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বরে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক (মৌলভীবাজার-ট-১১-০০০১) এর সংঘর্ষ হয়।
এতে সেনাবহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ক্যানটনমেন্টের লেঃ কর্ণেল আব্দুল মমিনের স্ত্রী সাবরিনা জেসমিন (৪০), ল্যান্স কর্পোরাল মাইদুল ইসলাম (৩৫), সেনা সদস্য নোমান মিয়া (৩২) ও ট্রাক চালক বাবুল মিয়া (৩৫) আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর শুনে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, সিভিল সার্জন দেবপদ রায়সহ একদল পুলিশ হাসপাতালে ছুটে যান। আশংকাজনক অবস্থায় সাবরিনা জেসমিনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।