নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডি এর প্রতিবাদে ফুসেঁ উঠেছে তরুন সমাজ। পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ শাখার ডিজিএম এর অপসারণের দাবীতে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আমরা নবীগঞ্জবাসী ব্যানারে মানববন্ধন ও অফিস ঘেরাও করার ঘোষনা দেওয়া হয়েছে। ইতি মধ্যে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। গেল কয়েক মাস আগে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করে তরুন সমাজ। পূর্বের আন্দোলন মিছিলে সিমাবদ্ধ থাকলেও লোডশেডিং এ অতিষ্ঠ নবীগঞ্জবাসী এবারের আন্দোলনে জোড়ালো আওয়াজ শোনা যাচ্ছে। আন্দোলনকারীদের দাবী ডিজিএম এর এহেন কার্যক্রম তাদেরকে রাজপথে নামথে বাধ্য করেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে প্রচন্ড দাবদাহে এমন লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন নবীগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধীক সাধারণ মানুষ। প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং যেন ঘুম কেড়ে নিয়েছে নবীগঞ্জের বাসিন্দাদের।
উপজেলা সদরের অফিস পাড়াতেও স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। গেল কয়েক মাস লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত ২ মাস ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে।
স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাসহ কারো যেন এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই.? এমন অভিযোগ গ্রাহকদের।
আইন শৃংখলা মিটিং এ এনিয়ে একাধীক দিন আলাপ হলেও যেন কানওয়ালা কর্তাবাবু ডিজিএম আমলে নিচ্ছেননা এতোসব অভিযোগ। যদিও ডিজিএমকে কল দিলে থাকছে প্রতিদিনের মতো একই মুখস্ত বুলি। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এমন ভেলকীবাজী ও অব্যবস্থাপনা এবং স্বোচ্ছাচারিতার কারনে সাধারন গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। এতে অতিষ্ঠ হলে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলনে মাঠে নেমেছেন গ্রাহকরা।
জানা যায়, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলা ৩ শত ৫৫ টি গ্রামে প্রতিদিনই অসংখ্যবার বিদ্যুতের লোডশেডিং করা হয়। এতে করে একদিকে ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে সাংবাদিক, সাধারন ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ পড়েছেন বিপাকে। একদিন দু‘দিন নয় পল্লী বিদ্যুতের ভেলকীবাজী, অনিয়ম ও সেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিনত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) নিঃস্বার্থ উক্ত আন্দোলনে সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ শহরে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।