নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির গুমগুমিয়া গ্রামের বাসিন্দা সমাজ সেবক ও চির কুমার কিরন বাগচী (৭০)মঙ্গলবার বিকালে কলেজ রোডস্থ নিজ বাসায় হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
স্থানীয় লোকজন মুর্মূষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আশংখ্যা জনক বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। তবে আত্মহত্যা চেষ্টার কোন কারণ জানাযায় নি।
সুত্রে জানাযায, উপজেলার করগাওঁ ইউপি নির্বাচনে ইতিপুর্বে কিরণ বাগচী নির্বাচনে পর পর দু’ দু’বার চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেছিলেন। অজ্ঞাত কারনে সত্তরোর্ধ বয়সেও বিয়ে করেন নি। এ পর্যন্ত চির কুমার হিসেবেই এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের কলেজ রোডস্থ বাসায় একাকি বসবাস করতেন। মঙ্গলবার বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে আত্মহত্যা করার উদ্দেশ্যে ঘরের ভিতরে হারপিক পান করে ছটপট করা কালে পাশের বাসার লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ ঘটনায় শহরে আলোচনার ঝড় বইছে।