হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোকজন জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় মিরপুর বাজারের প্রায় ২০টি দোকান পাঠ ভাংচুর ও লোটপাঠের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মিরপুর বাজারে চারগাঁও ও পূর্ব জয়পুরের মাঝে এ সংঘর্ষ চলে।
রাত ৯টা এ রিপোর্ট লেখা পর্যন্ত এএসপি রাসেলুর রহমানের নেতৃত্বে ফাঁকা, গুলি রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসলেও উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের লোকজন তাৎক্ষনিক মিটিংয়ে বসেছে। একটি সূত্র জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) সকালেও উভয়পক্ষ সংঘর্ষের ডাক দিতে পারে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ কনষ্টেবলকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ভাংচুর ও লোটপাঠের মধ্যে দোকানগুলি হল সততা ফ্যাশন, সোনালী ট্রেডার্স, এসপি সপিং সেন্টার, রোমান ভেরাইটিজ ষ্টোর, ইসলামিয়া বস্ত্র বিতান, মোহাম্মদীয়া বস্ত্রবিতান, ছাদিয়া ষ্টোর, শাহজাদা ষ্টোর, রশিদ ষ্টোর, মোশাহিদ।
মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জানান, আমাদের ২০টি দোকান ভাংচুর ক্যাশ ভেঙ্গে লুটপাঠকরে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমরা সকালে উপজেলা নির্বাহি অফিসার ও ওসির কাছে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য দরখাস্ত করেছিলাম, কিন্তু প্রশাসনের কাছ থেকে ব্যবসায়ীরা কোন সহযোগিতা পায়নি।
এএসপি রাসেলুর রহমান জানান ফাঁকা গুলির হিসাব চলছে দুই আড়াইশত হবেই বলে রাত ১০টায় জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নতুন বাজার এলাকায় অবস্থিত ওমেরা সিলিন্ডার্স কোম্পানীর ৪ হাজার পিস রিজেক্ট সিলিন্ডার ক্রয় করেন মিরপুরের বেলায়েত গ্রুপ। ২৮ আগষ্ট রোববার সকালে মিরপুর বাজারের বেলায়েত গ্রুপের লোকজন সিলিন্ডার কাটানোর জন্য লেবার ও গাড়ি নিয়ে ওমেরা কোম্পানীতে প্রবেশ করতে চাইলে নতুন বাজার এলাকার শামসু মাষ্টার গ্রুপের লোকজনের বাধার মুখে ফিরে আসে।
ঐদিন বিকালে আবারও ওমেরা কোম্পানীতে প্রবেশের চেষ্টা করলে শামসু মাস্টার গ্রুপ বাধা দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বেলায়েত গ্রুপের গাড়ি ভাংচুর ও চালকে পিঠিয়ে আহত করে। পরে রাতে মিরপুর সিন্ডিকেট গ্রুপের বেলায়েত মিয়া বাদী হয়ে নতুন বাজার সিন্ডিকেট গ্রুপের শামসু মাষ্টার, হারুন, তমিজখা, শাহ আলম, ছুরতসহ ৭ জনকে আসামী করে চাঁদাবাজী মামলা দায়ের করে।
২৯ আগষ্ট সোমবার সকালে শামসু মাষ্টার, হারুন ও তমিজ খাঁন হবিগঞ্জ যাওয়ার পথে মিরপুর সিন্ডিকেট গ্রুপের সদস্যরা তাদের আটক করে রাখে। এ খবর নতুন বাজার এলাকায় পৌছলে শামসু মাস্টার গ্রুপের লোকজন ঐদিন দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
এই দুই গ্রুপের বিরোধীয় বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ গত ৭দিন যাবত চেষ্টা করার পরও নিষ্পত্তি না হওয়ায় আঞ্চলিক পর্যায়ে চারগাঁও ও পূর্ব জয়পুর গ্রামে চলে যাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।