এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি: গতকাল সোমবার রাত ১১ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির ছিমঠিবিল স্বপনের বাড়ীর পাশ থেকে এস আই হরিদাস অভিযান চালিয়ে ১মন গাঁজা উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয় সিমান্ত ফাঁরীর বিজিবির সাথে হরিদাসের কথা কাঠাকাঠি হয়। এক পর্যায়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অমুল ̈ কুমার চৌধুরী ঘটনাস্থলে যান এবং গাঁজা গুলো থানায় নিয়ে আসেন।
উল্লেখ, চুনারুঘাট থানার এস আই হরিদাস আসার পর থেকেই সিমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একের পর এক মদ,গাঁজা উদ্ধার করছেন।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিমটিবিল এলাকার স্বপন সাওতালের বাড়ির আঙ্গিনার ১টি গর্তে কসটেপ মোড়ানো প্যাকেটে ৪ বস্তায় ১’মন গাঁজা পাচার করা জন্য মজুত করা হয়েছিল। যার আনুমানিক মূল্য পায় আড়াই লাখ টাকা। গাঁজাগুলো চুনারুঘাট পৌর শহরের নয়ানী বনগাও গ্রামের কামাল ও লিটনের বলে পুলিশ জাানয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।