এম এ ইসলাম লালু ,উচাইল থেকেঃ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রাজিউড়া ইউ/পির নব নির্বাচিত চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিউড়া ইউ/পির আওয়ামীলীগের সভাপতি এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমরান আহমেদ ও মোঃ জাকির হোসেন অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম।
সন্ত্রাস ও জঙ্গিদের উত্থান রুখে দিতে স্লোগান দেওয়া হয় “সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই,বাংলাদেশ হইতে জঙ্গিদের পতন চাই”।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি যুবলীগ সভাপতি আশরাফুল আলম মারুফ,সাধারন সম্পাদক বায়েছ খান , সহ সভাপতি হেলাল আহমেদ, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুখলিছুর রহমান , ম্যানেজিং কমিটির সদস্য এমাদাদুল হক মিলন, মহিবুল হাসান নোমান, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, এয়ারা ও উপস্থিত ছিলে ইফপির সদস্য শাহনেওয়াজ তালুকদার, সুরুজ মিয়া,জিল্লুর রহমান, জহুর আলী।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন যে, এলাকায় অপরিচিত কোন লোক অযথা ঘোরাফেরা করিলে তাহার আচার আচর যদি সন্দেহ জনক তাহলে আমাকে অবগত করিবেন আমি আইনানুগভাবে তাহার ব্যবস্থা করিব এবং আমাদের ইউনিয়নে বাল্য বিবাহ হলে তাহার যথেষ্ট প্রমানাদি নিয়ে আমাকে অবগত করবেন আমি আমার ইউপির সদস্যদের নিয়ে তাহার প্রতিবাদ করব ও ছেলে মেয়েদের খেলার আনন্দ বিনোদনের জন্য আমার পক্ষ হইতে ২টা ফুটবল ও দুইসেট জার্সী প্রদান করেন।