নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সিমান্তবর্তী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামে পল্লী বিদ্যূতের খুঠি পড়ে আব্দুস শহিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪টার দিকে। নিহত আব্দুস শহিদ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাজী নূর মাহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদুপুর ঈদগাহ সংলগ্ন স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোক কুঠি বসানোর কাজ করার জন্য গাড়ী থেকে কুঠি নামানোর সময় রাস্তার পাশে বসা ওই বৃদ্ধা আব্দুস শহিদের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু ঘটে।
স্থানীয় লোকজন জানান, বিদ্যূৎ কতৃপক্ষের অবহেলার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তারা যদি সঠিকভাব দায়িত্ব পালন করতো তাহলে তার মৃত্যু হতোনা। নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী আব্দুস শহিদের এ মৃত্যু মেনে নিতে পারেননি। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।