বদরুল আলম চৌধুরী।। প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মৌলভীবাজার বর্ণাঢ্য র্যাুলি করেছেন পৌরবাসী। ১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার প্রাঙ্গণ থেকে র্যামলি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
পৌরসভার মেয়র মো:ফজলুর রহমানের নেতৃত্বে র্যাললিটি পরিচালিত হয় এতে উপস্থিত ছিলেন জেলা ত্রুীড়াসংস্থার সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান ,সাংবাদিক রাধা পদ দেব সজল,পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ,আসাদ হোসেন মক্কু,মনবীর রায় মঞ্জু,ফয়ছল আহমেদ,জালাল আহমেদ,আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।এছাড়াও পৌরসভার ত্রুীড়াপ্রোমী জনসাধারণ সহ বিভিন্ন ত্রুীড়া সংগঠনের নেতৃীবৃন্দ র্যায়লিতে অংশ নেন।
উল্লেখ্য: আগামী ৩ সেপ্টেম্বর শনিবার থেকে মৌলভীবাজারে শুরু হবে প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট।