স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে পুকুরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪জন।
স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার দুপুর ৯টার দিকে গেল নির্বাচনের পরাজিত মেম্বার আরশ মিয়ার বাড়ির নিকটে নিজের পুকুরের সীমানা প্রাচীর দেন। দীর্ঘদিন ধরে পুকুরের জায়গা নিয়ে আরশ মিয়া ও একই গ্রামের সফিক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সফিক মিয়া ও তার দলবল নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আরশ মিয়ার উপরে এলোপাথাড়ি হামলা চালায়।
এতে গুরুতর আহত হন আরশ মিয়া (৫০) মিছবা বেগম (৪০) স্কুল ছাত্র জুবায়েল মিয়া (৯) রুমানা বেগম (১৫) তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠান ও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।