নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬ – ২০১৭ অর্থ বছরের ৩২ কোটি ৪৯ লক্ষ ৯ শত ৫৬ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
গতকাল বুধবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে তিনি উক্ত বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ২ কোটি, ৮৬ লক্ষ, ৯ শত ৫৬ টাকা, নিজস্ব আয় ২ কোটি ৫৬ লক্ষ ৯শত ৫৬ টাকা, রাজস্ব খাতে সরকারী অনদান ৩২ লক্ষ টাকা, মোট উন্নয়ন আয় ২৯ কোটি ৬৩ লক্ষ টাকা ধরা হয়েছে।
এরমধ্যে সরকারী অনুদান ২ কোটি টাকা, বিএমডিএফ ২ কোটি টাকা, উপজেলা শহর অবকাটামো উন্নয়ন প্রকল্প ১ কোটি ৫০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাটামো উন্নয়ন প্রকল্প ২ কোটি টাকা, পানি সরবরাহ ও এনভাইরনমেন্টাল প্রকল্প ৬ কোটি টাকা, জলবায়ু উন্নয়ন প্রকল্প ৩ কোটি টাকা, ইউ,জি,আই আই পি প্রকল্পে ১০ কোটি টাকা, খাল খনন উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা ও অন্যান্য খাতে ১৩ লক্ষ টাকা সম্ভাব্য আয়ের উৎস হিসেবে উল্লেখ্য করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ব্যয় ২ কোটি ৭৫ লক্ষ ২৫ হাজার টাকা। সার্বিক উদ্বৃত্ত ১১ লক্ষ ৫১ হাজার ৪ শত ৫৬ টাকা রাখা হয়েছে।
বাজেট অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র -৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর সভার হিসাব রক্ষক কর্মকর্তা ( সচিব অঃদাঃ) শেখ মোঃ জালাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী শহীদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বাজেট নব নির্বাচিত নবীগঞ্জ পৌর পরিষদের প্রথম বাজেট।