হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিল তাদের প্রেতাত্মারাই পরবর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে।
আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে হত্যা করে। তারাই সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করে। বর্তমানে তারা বিদেশী নাগরিক আর পুরোহিতদেরকে হত্যা করছে।
শোকের মাসে আমাদেরকে সেই সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে যারা ধর্মের নামে বোমাবাজী আর মানুষ হত্যা করে তারা ধর্মের ও মানবতার শত্র“। এরা ইয়াজিদের বংশধর।
বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকের মাসের শেষ শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এথাগুলো বলেন।
জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমানের পরিচালনায় শোক সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় নির্বাহী পরিষদ এর সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, আরব আলী, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সম্পদকমন্ডলীর সদস্য এডভোকেট আফিল উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, অনুপ কুমার দেব মনা, আলমগীর খান, সজিব আলী, আকরাম আলী, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভেকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাস সুমন, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মহিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া ও পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমূখ।