হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাবলু সরকার নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার (২৮ আগস্ট) সকালে সিলেট থেকে হবিগঞ্জে আসার পথে নিখোঁজ হয় সে।
নিহত স্কুলছাত্র হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার উপানন্দ সরকারের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াছিন আরাফাত এ তথ্যের সত্যতা নিশ্চত করেছেন।
নিহত কিশোরের চাচা নিতাই সরকার জানান, শনিবার সকালে সিলেটে তার চাচাত ভাইয়ের বাসায় বেড়াতে যায় বাবলু। রোববার সকালে সিলেট থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ রশিদপুরে রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাবলুকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিতাই সরকার।