চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার তিনটি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর ও ধমধমীয়া বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উক্ত পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস অফিসার শাহ মোঃ এনামুল হক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবু আছাদ ফরিদুল হক,শায়েস্তাগঞ্জের খামার ব্যবস্থাপক নাসির উদ্দিন, বানিয়াচং উপজেলার সহকরী মৎস কর্মকর্তা বোরহান উদ্দিন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট মৎস অফিসের এফএ শাহ আল জাবেদ।
পরে প্রধান অতিথি ডিএফও এনামুল হক চুনারুঘাট উপজেলার অভ্যন্তরীন জলা ভূমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত ও প্লাবন ভূমিতে এ পোনা মাছ অবমুক্তকরন করেন।