বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাগহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান বাগহাতা গ্রামের আরিফ উদ্দিনের পুত্র।
জানা যায়, মঙ্গলবার সকালে বাগহাতা গ্রামের হাবিবুর রহমান ও ইজাজুল ইসলাম গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে হলে হাবিবুর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ছোট ভাই ইজাজুল(১৭) আহত হন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।