হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুরে বিষপানে কাজল চন্দ্র শীল (৪৫) নামের এক হোমিও চিকিৎসক আত্মহত্যা করেছেন।
তিনি ওই গ্রামের সুবোধ চন্দ্র শীলের পুত্র।
রবিবার সকাল ১০টায় তিনি সকলের অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদি বাজারে তার একটি হোমিওপ্যাথিকের ব্যবসা রয়েছে।
সদর থানার এসআই রকিবুল হাসান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
তবে কাজল শীলের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।