নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তাজপুর এলাকায় সিএনজির ধাক্কায় ৫ টমটম যাত্রী আহত হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার গুনই গ্রামের জলিকা (৫০), আব্দুন নুর (৬০) ও আব্দুর রউফ (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, গুনই থেকে যাত্রী নিয়ে একটি হবিগঞ্জের আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে পেছন দিকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হয়।