হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সফর আলীর পুত্র আওয়াল মিয়ার কাছে একই গ্রামের ছাও মিয়ার পুত্র সফিক মিয়া তার পাওনা ৭০ হাজার টাকা ফেরত চাইতে যায়। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষ দলবল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোস্তফা (৪০), রোকেয়া (৩০), আওয়াল (২৮), সফিক (৪০) ও ঝিলাই মিয়া (৫০) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।