মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুইটি হোটেল মালিককে ৬হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট তাজিনা সারোয়ার‘র এর নেতৃত্বে শহরের মধ্য বাজারে এ অভিযোন পরিচালনা করায় হয়।
নির্বাহী ম্যাজিট্রেট তাজিনা সারোয়ার জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অভিযোগে রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হোটেল হাসেমবাগ এর মালিককে ১ হাজার টাকা ও খাবার হোটেল অনুরাগ এবং মিষ্টির দোকান অনুরাগকে দু‘টির একই মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে।
তিনি বলেন, এখন শুধু সতর্ক করা হয়েছে জনস্বার্থে পরবর্তিতে উপজেলা জুড়ে এ অভিযান চলবে । তাই সকল হোটেল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে খাবার তৈরী করার আহবান জানান তিনি।