ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে গত দুই দিনে আরো পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দু`জন ও গতকাল শুক্রবার তিনজনের মৃত্যু হয়।
এ নিয়ে গত ১৯দিনে মোট ১৬ হজযাত্রীর মৃত্যু হলো। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৭ হজযাত্রী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ যে পাঁচজন মারা গেছেন তারা হলেন জমিরউদ্দিন (৭৪), সুফিয়া খাতুন (৬২), ইসমাইল হোসেন (৭১), মো.আবু তাহের (৮৭), রাশেদা বেগম (৪৮)। জমিরউদ্দিনের গ্রামের বাড়ি শেরপুর সদরের এক নম্বর ওয়ার্ডের ৯৯৯ মিস্ত্রিবাড়ির বাসিন্দা শুক্রবার মারা যান।
তার পাসপোর্ট নম্বর বিজে ০২৬৮১৮৮। সুফিয়া খাতুনের (৬২) গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৩৪৮৯৪। ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রামনাথপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮১০১০৫।
কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের মো. আবু তাহের (৮৭) মৃত্যুবরন করেন ২৫ আগস্ট। তার পাসপোর্ট নম্বর বিজে ০৬১৩৭৭২। একই দিন শেরপুর সদরের বেতমারি ঘুঘুরাকান্দি গ্রামের রাশেদা বেগম (৪৮) এর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮৩৩২৬৯।