হবিগঞ্জ প্রতিনিধি : জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যেগে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বিকাল ৫টায় শহরের পৌরমার্কেট এলাকার নাতিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক অসিম কুমার চৌধুরীর পরিচালিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি সাজেদা বেগম।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বদরুন নাহার।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষিকা মেহের নেগার চৌধুরী, ফেরদৌস আরা চৌধুরী, শিরিন আক্তার, খুশবা বেগম, সুবেদ আলী, মনসুর হান্নাজ, পাপড়ি ধর,শহীদ মিয়া, প্রানেশ দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ।