শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে বিশিষ্ট আলেম ও কুতুবের চক মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আশরাফ আলীর বড় ছেলে আহমদ আলী (৫৮ ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আহমদ আলীর ছোট ভাই শায়েস্তাগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর আ.স.ম আফজল আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে স্কলারশীপ পেয়ে আহমদ আলী মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন। পড়াশুনা শেষ করে সেখানে চাকুরী নেন। এক পর্যায়ে ব্যবসায় জড়িয়ে পড়েন।
জানা যায়, আহমদ আলী ঈদের ছুটিতে বৃহস্পতিবার রাতে বাড়ীতে আসার কথা ছিল। ইতোমধ্যে বিমানের টিকেটও সংগ্রহ করেছেছিলন তিনি।
আহমদ আলী মৃত্যুকালে বৃদ্ধা মা-স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।
আহমদ আলীর ভাগনির জামাই আবুল কাসেম সৌদি আরব থেকে জানিয়েছেন- লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। বিমানের টিকেট পাওয়া গেলে শনিবারের মধ্যেই লাশ নিয়ে বাড়ী ফিরবেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও দেশ নাট্যগোষ্ঠী।