হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে আব্দুল জলিল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে জলিলকে আটক করে।
আটককৃত জলিল মোহনপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র।
শাহ আলম জানান, তার বিরুদ্ধে মাদক আইনের একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজ ধংস্ব করছে।