নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘরে পুর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ভাবী ও ভাতিজিসহ ৩ জনকে জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ ঘাতককে আটক করেছে। নিহতরা হল-উপজেলার ধর্মঘর বীরসিংহ পাড়া গ্রামের প্রবাসি গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা আক্তার জানু (৩৫), তার কন্যা শারমিন আক্তার (১৮) ও প্রতিবেশী ভাতিজা আব্দুল হালিমের পুত্র শিমুল (২৪)।
মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, বীরসিংহাড়া গ্রামের সইর উদ্দিনের পুত্র তাহের উদ্দিন তার বড় ভাই প্রবাসি গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারার নিকট টাকা চায়।
এ সময় জাহানারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সে ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে জাহানারা ও তার কন্যা শারমিনকে জবাই করে। এ সময় ঘটনা দেখে ফেলায় প্রতিবেশী আব্দুল আলীমের পুত্র শিমুল আহমেদ (২৪) কেও ছরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলেই জাহানারা, শারমিন এবং শিমুল মারা যায়। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক তাহের উদ্দিনকে আটক ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।