বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। না‚ রিয়েল লাইফে নয়, করণ জোহর প্রযোজিত পরবর্তী ছবিতে।
শোনা যাচ্ছে, লাভ স্টোরি নিয়ে নির্মিত হতে যাওয়া এই ছবির পটভূমিকা উত্তর ভারতীয় একটি বিয়ে বাড়ি‚ যেখানে ক্যাটরিনা আর ফাওয়াদের দেখা হবে। এবং শেষে ওই বিয়েবাড়িতেই বিয়ে হবে দু’জনের। লেখক ও গীতিকার আদিত্য ধর এই ছবি দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন।
করণের ‘ধর্মা প্রডাকশন’ ছাড়াও ‘স্টার ফক্স স্টুডিও’ এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই ছবির শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে। ফাওয়াদ এখন পাকিস্তানে নিজের বাড়িতে আছেন। তার স্ত্রী দ্বিতীয়বার সন্তান সম্ভবা‚ তাই সন্তান জন্মানো অবধি ফাওয়াদ ওখানেই থাকবেন।
শোনা যাচ্ছে, ছবির শুটিং প্রথমে দিল্লিতে হবে এবং এরপর আমেরিকার কয়েকটি শহরে। শুটিং শেষ হবে পরের বছরের জানুয়ারিতে এবং আগামি বছরের শেষের দিকে এই ছবির মুক্তি পাওয়ার কথা।