বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রবের সভাপতিত্বে ছাত্রী শিউলী ও শান্তার যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী দানভীর অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিরঞ্জন সাহা নিরু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম শ্রেণীর ব্যবসায়ী বাহুবল উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: তারা মিয়া।
বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আ’লীগ নেতা আব্দুস শহিদ (জিতু), বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্য, শেখ আনিছুর রহমান, করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম।
অনুষ্টানে উপস্থিত ছিলেন করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যবস্থাপনা সম্পাদক হুমায়ূন কবির ও প্রকৌশলী শ্যমল দেব সহ অভিভাবকবৃন্দ।
শিক্ষকমন্ডলীর মধ্যে থেকে বক্তব্য রাখেন বাবুল চন্দ্রশীল।
অনুষ্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী মাসুমা আক্তার, গীতা পাঠ করেন পূজা দেব।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্যেশে মানপত্র পাঠ করেন সুমাইয়া আক্তার। বিদয়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিপা ও শিউলি শিক্ষকদের উপহার প্রদান করে।
বিদায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুভা। পরে দশম শ্রেণীর ছাত্রীরা নবাগতদের রজনীগন্ধার ষ্টিক দিয়ে বরন করে নেয়।
ফৌরদৌস আরা প্রিতী নবাগত বন্ধুদের উদ্যেশে বক্তব্য প্রদান করে।
প্রধান অতিথির বক্তৃতায় সভাপতি নিরঞ্জন সাহা নিরু অত্র স্কুলে ছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করলেন।
অনুস্টানে বিদায়ী ও নবাগতদের হাতে বিশিষ্ট শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু ও বিশিষ্ট রাজনীতিবিদ তারা মিয়ার সৌজন্যে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মুনাজাত শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।