বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি বাহুবল প্রেসক্লাবের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাহুবল প্রেসক্লাব।
প্রেসক্লাবের আহব্বায়ক জাবেদ আলীর সভাপতিত্বে সোহেল আহমদ কুটির সঞ্চালনায় ঘন্টাব্যাপী মাববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদীরা দেশ জাতি ও ধর্মের দুশমন। সমাজের প্রতিটিস্থরে তাদেরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান ও বাহুবল বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দাল মিয়া তালুকদার, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বাহুবল কাশিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহব্বায়ক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সাংবাদিক সৈয়দ আব্দুল মন্নান, সাঈদ আহমদ, সিদ্দিকুর রহমান মাসুম, সৈয়দ আনোয়ার আব্দুল্লা, কাউছার চৌধুরী মামুন, কাদির চৌধুরী বাবুল, আনোয়ার হোসেন সজল, টিপু সুলতান জাহাঙ্গীর, নুর উদ্দিন সুমন, জুবায়ের আহমদ প্রমূখ।