নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
পরবর্তীতে তারা ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে ঘাতকের গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা থেকে জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও ভয়াবহ ওই ঘাতক বুলেটে আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ চিরতরে হারিয়ে যায় ২৪টি তাজা প্রাণ। আহত হন ৪ শতাধিক নেতাকর্মী। লাশের মিছিলে স্বজনদের আহাজারি আর আহতদের চিৎকারে ভারি হয়ে ওঠে পরিবেশ। এতেই তারা থেমে নেই। এত বছর পরও ওই কুচক্রী মহল দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকতে দুর্বৃত্তদের অরাজকতা সৃষ্টির স্বপ্ন পূরণ হবে না।
রবিবার (২১ আগষ্ট) বিকালে লুকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর পরিচালনায় এতে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক আকরাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালু ও লুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস, সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।