বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে দিনে-দুপুরে এক স্কুল ছাত্রীকে মারধর করেছে রনি নামের এক বখাটে।
সে বানিয়াচং সদরের জাতুকর্ণ পাড়া মহল্লার হরিপদ চন্দ্র শীলের পুত্র।
রোববার (২১ আগষ্ট) বিকাল সাড়ে চারটার দিকে বানিয়াচং নতুন বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, স্থানীয় একটি হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে নতুন বাজারের মসজিদের পিছনের রাস্তায় আসা মাত্রই বখাটে রনি চন্দ্র শীল ছাত্রীর গতিরোধ করে ছাত্রীকে চড়-তাপ্পড় মারতে থাকে।
বিষয়টি আশেপাশের ব্যবসায়ীদের চোখে পড়লে বখাটে রনিকে আটক করে পাশের একটি দোকানে তালাবদ্ধ করে রাখে।
বানিয়াচং থানা পুলিশকে খবর দিলে এসআই সালামের নেতৃত্বে একদল পুলিশ এসে থাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে রাত সাড়ে আটটার দিকে উপজেলা চত্বরে আসামির উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের সাজা প্রদান করেন বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ।
বানিয়াচং থানারেউপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।