চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘প্রথম সেবা’র চুনারুঘাট কার্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে গিয়াস উদ্দিন লন্ডনীর আগমন উপলক্ষে প্রথম সেবার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল ইসলামসহ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, স্টাফ রিপোর্টার খন্দকার আলাউদ্দিন,কম্পিউটার অপারেটর আবুল কালাম, কম্পিউটার আইটি সুখদেব নাথ। এছাড়াও ছিলেন উপস্থিত কুতুবুল আউলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আছকির মিয়া, সবুজ মিয়া ও মীর সানু মিয়া প্রমুখ।
উল্লেখ যে, লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন দীর্ঘ দিন লন্ডন থাকার পর দেশে ফিরে আসায় প্রথম সেবা পক্ষ থেকে তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় গিয়াস উদ্দিন লন্ডনী তার প্রতিক্রিয়ায় বলেন লন্ডনের তুলনায় বাংলাদেশের পত্রিকা আর্থ সামাজিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এ ক্ষেত্রে তিনি হবিগঞ্জ জেলার সাংবাদিকদের ভুয়সী প্রশংসা করেন। তিনি ‘প্রথম সেবা’র সফলতা ও উন্নতি কামনা করেন।