নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে গ্রেণেড হামলা দিবস উপলক্ষে মাবনবন্ধন, আলোচনা ও শোকসভার আয়োজন করা হয়।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মর্তুজা হাসান, ইমদাদুর রহমান মুকুল, অনুপ কুমার দেব মনা, সাইফুল জাহান চৌধুরী ও অমল কুমার দেব পলাশ।
দুপুরে কিবরিয়া মিলনায়তনে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, ইমদাদুর রহমান চৌধুরী মুকুল, সৈয়দ কামরুল হাসান, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মোতাচ্ছিরুল ইসলাম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও সাইফুল জাহান চৌধুরী প্রমুখ।