নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ট্রাক্টর দিয়ে বালু বহনের সময় বালু ঢেকে না রাখা ও লাইসেন্স না থাকায় চালককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার সকাল ১১টার দিকে তাকে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এইচ এম আরিফুল ইসলাম ।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি ক্রস রোড এলাকা থেকে ট্রাক্টর আটক করা হয়।
দন্ডপ্রাপ্ত চালক শায়েল মিয়া সিলেট জেলার উসমানী নগর থানার কাচপুর গ্রামের আঃ সাত্তারের পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।