নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় মিনিবাস মালিক সমিতির নেতা কর্তৃক এক বাস শ্রমিককে মারপিটের ঘটনায় শহরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবাদে শ্রমিক নেতারা আগামীকাল রবিবার থেকে সুষ্ট বিচারের দাবীতে অর্নিদৃষ্ট কালের জন্য মালিক পক্ষের বাস না চালানোর ঘোষনা দিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মালিক পক্ষ বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেও কোন সুরাহা হওয়ার খবর পাওয়া যায় নি।
জানাযায়, গত শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী নীলু বাসের হেলপার ইমন মিয়াকে বেদরক মারপিট করেন।
এ খবর শ্রমিকদের কাছে পৌছলে তারা ক্ষিপ্ত হয়ে উটে। বিক্ষোব্ধ শ্রমিকরা মালিক সমিতির আহ্বায়ক কর্তৃক নিরীহ শ্রমিককে মারপিট করার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি এ ঘটনার সুষ্ট বিচারের দাবীতে রবিবার থেকে মালিক পক্ষের কোন বাস শ্রমিকরা না চালানোর ঘোষনা দেন।
সর্বশেষ শ্রমিক ইমন মিয়াকে মারপিটের ঘটনায় ক্ষোব্ধ মালিক ও শ্রমিক নেতারা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন।