ডেস্ক : এটি হবিগঞ্জ সদর উপজেলার সুতাং অঞ্চলের সুতাং সুরাবই রেলওয়ে ষ্টেশন সড়ক। স্বাধীনতাত্তর আজ পর্যন্তও মাত্র প্রায় ১ কিলোমিটার সড়কটি পীছ ঢালাতো দূরের কথা ইট সলিংও কল্পনার বাইরে।
স্বপ্নেও কেউ দেখেনা যে, সড়কটি পাকা হয়ে গেছে। এমন কি সঠিকমত মাটিও পর্যন্ত পড়েনা। তবে কিন্তু সংসদ নির্বাচন বলেন আর উপজেলা এবং ইউনিয়ন নির্বাচন বলেন, সে সময় ঠিকই প্রার্থীরা সুকৌশলে কাতর হয়ে ভোটারদের পেছনে এবং দ্বারে -দ্বারে ঘুরে মনমজিয়ে সড়ক নির্মানের আশ্বাস দিয়ে ভোট নেন।
অন্যদিকে সভা-বৈঠকেও বারংবার পাকাকরনের নিশ্চয়তা দেন। “কিন্তু পরে আর খবর নাই”।