হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলার ২২ পলাতক আসামীকে আটক করেছে।
গত বৃহস্পতিবার রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন এসআই মিজানুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী, সুমন চন্দ্র হাজরা, সানা উল্লাহ ও আব্দুর রহিমসহ শতাধিক পুলিশ।
এ সময় সদর উপজেলার তেঘরিয়া, রাজিউড়া ও লুকড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালায়।
এ সময় ২২ জনকে আটক করা হয়।
আটকরা হল ঃ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের নুর মিয়ার পুত্র আব্দুল মোতালিব (১৮) ও ইউনুছ মিয়ার পুত্র সাজল হক (৩০), ভবানীপুর গ্রামে নুর মিয়ার পুত্র কামাল হোসেন (২০), তার ভাই সোহেল (২৫), মজলিশপুর গ্রামের কুতুব আলীর পুত্র মুখলেছুর রহমান (২৫), হাসন আলীর পুত্র কুতুব আলী (৪৫), জয়রামপুর গ্রামের এন্তাজ মিয়ার পুত্র আইয়ূব আলী (৫০), রজব আলীর পুত্র সাহাবুদ্দিন (৩০), মৃত হাসান আলীর পুত্র আইয়ুব আলী (৩৫), জমসেদ আলীর পুত্র মুসলেম উদ্দিন (২২), রজব আলীর পুত্র হেলাল উদ্দিন (২৫), তার ভাই আলা উদ্দিন (২৫), ভাটি শৈলজুড়া গ্রামের নুরুজ আলীর পুত্র সৈয়দ আলী (৩০), বেনু মিয়ার পুত্র চনু মিয়া (২৫), মিজাজ আলীর পুত্র জনাব আলী (৩৫), বামকান্দি গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদির (২২), সঞ্জব আলীর পুত্র নাসির মিয়া (৩৫), বেকিটেকা গ্রামের আব্দুল হাশিমের পুত্র আব্দুল হাই (৩০), তার ভাই মাহফুজ মিযা (৪০), ভঙ্গুরহাটি গ্রামের মৃত মালু মিয়ার পুত্র সিজিল মিয়া (৪০), পইল গ্রামের শুকুর মিয়ার পুত্র সাজিদুল ইসলাম (২৫), কাশিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জাহির মিয়া (৩০)। এদের মাঝে রিকল থাকায় ৮জনকে শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয়।
অন্য আসামীদের কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি সাংবাদিকদের হাজির করে এ তথ্য দেন। তিনি জানান এ অভিযান প্রতিদিন চলবে। অপরাধীদেরকে ছাড় দেয়া হবে না।