হবিগঞ্জ প্রতিনিধি:পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য দ্বারা নাশকতা চেষ্টার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে সদর থানার ওসি নাজিম উদ্দিন, এসআই ইব্রাহিম ও এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্যরে নেতৃত্বে পুলিশ শহরের উমেদনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- উমেদনগরের নিম্বর আলীর পুত্র রহমত, কদর আলীর পুত্র শাহাদত ও উমেদনগরস্থ রকি ইঞ্জিনিয়ারিং-এর কর্মচারি ভৈরবের কালীপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র ফয়সল। সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করে জানতে পেরেছেন রাতের আঁধারে হবিগঞ্জ শহরের যে কোন স্থানে পেট্রোল বোমা, ককটেল অথবা বিস্ফোরক দ্রব্য দিয়ে নাশকতা সৃষ্টি করা হবে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা সন্দেহ পোষণ করছেন হবিগঞ্জে যতস্থানে নাশকতা করা হয়েছে এসব নাশকতায় গ্রেফতারকৃতরা জড়িত। তাদের তৈরি বোমা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে রাত দেড়টায় উমেদনগর থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে। যার মালিক উমেদনগরের শাহাদত।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফয়সল জানায়, ২০ দিন আগে তারা ৫ জন ২টি মোটর সাইকেলে করে নবীগঞ্জের বাবর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লিটার পেট্রোল, ১০ টাকা দরে ৫৩টি পেপসির বোতল কিনে একটি বস্তায় ভরে তা হবিগঞ্জ নিয়ে আসে। নবীগঞ্জ যাওয়ার সময় তার সঙ্গী ছিল কাওসার, সুমন, সুজন ও বাপ্পু নামে ৪ যুবক। বোতলের মূল্য পরিশোধ করে শাহাদত ৫শ’ ও বাপ্পু ৩০ টাকা। বোতল ও পেট্রোল আনার পর তা তারা শাহাদতের বন্ধু জুবেদের বাসায় রাখে।