শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে সভা, মিলাদ মাহফিল ও রচনা প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন- গর্ভনিং বডির সদস্য রাহেল মিয়া সরদার, কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক ফখরুদ্দিন আহমেদ, প্রভাষক কামরুল হক জাকারিয়া, প্রভাষক আজহার উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জীবন প্রমুখ।