নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার থেকে চুরি যাওয়া মাইক্রোবাস হবিগঞ্জের বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উদ্ধারকৃত মাইক্রোবাসটি বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়।
গত ৩০ জুলাই উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের রাজু আহমদের মাইক্রোবাস (নোহা ঢাকা মেট্রো চ-৫৩-১২২৪) বাড়ির আঙিনা থেকে চুরি যায়। বিয়ানীবাজার থানা পুলিশ চুরি যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানা এলাকায় লস্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় হবিগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।
মাইক্রোবাস উদ্ধার অভিযানে অংশ নেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) জ্যোর্তিময় সরকার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ চক্রের সদস্যরা বিয়ানীবাজারসহ সিলেট ও হবিগঞ্জ জেলা বসবাস করে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।