লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের শালদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর (২৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আলমগীর টমটমটি চার্জে দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে থাকে।
পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
নিহত আলমগীর ২ সন্তানের জনক। তার মৃত্যুর কথা শুনে পরিবারের লোকজনের আহাজারিতে হাসপাতালের আকাশ ভারী হয়ে উঠে।