নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামে একটি সালিশ বৈঠক ছিল। উক্ত সালিশে আব্দুল আলীর পুত্র আহমেদ (২০) ও নুরুল ইসলামের পুত্র জয়নালের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় শেফালি (২০), আহমেদ (২০), আব্দুল আলী (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।