মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোর রাতে ধর্মঘর বিওপি’র একটি টহল দল সুবেদার মহি উদ্দিনের নেতৃত্বে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল মদ উদ্ধার করেন।
একই দিন রাতে ধর্মঘর বিওপি’র অপর একটি টহল দল হাবিলদার মফিজুল ইসলামের নেতৃত্বে মাধবপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অপর দিকে তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদুর হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির টহলদল তেলিয়াপাড়া কাঠাল বাগান থেকে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।