উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃনবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার মতবিনিময় করেছেন।
সোমবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বর্তমান সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, বর্তমান সাধারন সম্পাদক রাকিল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক জসিম তালুকদার,নির্বাহী সদস্য আশাহীদ আলী আশা, সদস্য সুলতান মাহমুদ।