তোফাজ্জল হোসেন অপু,নূরপুর থেকে : যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠাটি।
সোমবার সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ গোলজার মিয়া এবং সভা পরিচালনা করেন উক্ত স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম সাজু।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার জনাব মোঃ মোক্তার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সত্যচন্দ্র বসাক,শিক্ষক কাউসার আহমেদ,শিক্ষক দেলোয়ার হোসেন মজুমদার,১০ম শ্রেনীর ছাত্র সাজিদ হাসান প্রমূখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধ ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা কাউসার আহম্মদ। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।