নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্টেশন রোড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ‘সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ কমিটি’ শায়েস্তাগঞ্জ পৌর শাখা।
এ মানববন্ধনে সংহতী প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
শায়েস্তাগঞ্জ পৌর পরিষদ, পৌর কর্মচারী-কর্মকতা পরিষদ, পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ, সিএনজি শ্রমিক ইউনিয়ন, কলেজ ছাত্রলীগ, রেলওয়ে কর্মচারী শ্রমিক লীগ ও দেশ নাট্যগোষ্ঠীর নেতৃত্বে স্ব স্ব সংগঠনের ব্যানারে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
আওয়ামী লীগে নেতা শেখ একে এম সুফি, মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, পৌর কাউন্সিলর মোঃ মাখন মিয়া, তাহের মিয়া তালুকদার, পৌ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিতার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ শাহেদ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান এমরান, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি সিরাজ সৈকত প্রমুখ।